বানিয়াজুরী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবাবর পরিকল্পনা কেন্দ্র
কি সেবা | কিভাবে পাবেন | মন্তব্য |
স্বাস্থ্যগত সনদ পত্র প্রদান। | ২৪ ঘণ্টাই সেবা দেওয়া হয়। |
|
গ্রামীন অবকাঠামোয় স্বাস্থ্য শিক্ষা প্রদান। | ২৪ ঘণ্টাই সেবা দেওয়া হয়। |
|
জনসাধারনের স্বাস্থ্য সেবা প্রদান। | ২৪ ঘণ্টাই সেবা দেওয়া হয়। |
|
খাবারের দোকানের লাইসেন্সে প্রদান। | ২৪ ঘণ্টাই সেবা দেওয়া হয়। |
|
বিভিন্ন জাতীয় টিকা দিবসে টিকা প্রদান এবং ব্যবস্থাপনা। | ২৪ ঘণ্টাই সেবা দেওয়া হয়। |
|
স্বাস্থ্য সচেতনতা সৃষ্টিসহ সার্বিক স্বাস্থ্য কার্যক্রম পরিচালনা। | ২৪ ঘণ্টাই সেবা দেওয়া হয়। |
|
সিটিজেন চার্টার
বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অধীন স্বাস্থ্য অধিদপ্তরের ইউনিয়ন পর্যায়ের একটি অফিস। স্বাস্থ্য বিভাগীয় সকল কার্যক্রম এর মাধ্যমে পরিচালিত হয়। এর মাধ্যমে ইউনিয়ন পর্যায়ের জনসাধারনের স্বাস্থ্য সেবা প্রদান নিশ্চিত করা হয়।
কলিয়া বাজার হতে পূর্ব দিকে মৌহালী কলিয়া বাজার রাস্তার দক্ষিন দিকে স্বাস্থ্য কেন্দ্রটির অবস্থান।
সেবা গ্রহিতা যে সকল সেবা পাওয়ার অধিকার সংরক্ষণ করেনঃ
১. স্বাস্থ্য উপকেন্দ্রে আগত নারী-পুরুষ, বৃদ্ধ-যুব-শিশু সকলকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
২. ডায়রিয়া রোগীদের জন্য ওআরএস সরবরাহ করা হয়।
৩. হাসপাতালে আগত প্রসূতি রোগীদের এন্টিনেটাল চেকআপসহ প্রয়োজনীয় উপদেশ দেয়া হয় এবং আয়রন
ট্যাবলেট সরবরাহ করা হয়।
৪. জাতীয় যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কার্যক্রমেরআওতায় যক্ষ্মা রোগীদের কফ্ পরীক্ষার জন্য কফ সংগ্রহ করা হয়
এবং যক্ষ্মা ও কুষ্ঠ রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করা করা হয়।
৫. শিশু ও মহিলাদের ইপিআই কার্যক্রমেরআওতায় প্রতিষেধক টিকা দেওয়া হয়।
৬. উপস্বাস্থ্য কেন্দ্রে আগত রোগীদের স্বাস্থ্য, পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা দেওয়া হয়।
৭. উপস্বাস্থ্য কেন্দ্রে আগত কিশোর-কিশোরী ও সক্ষম দম্পতিদের মধ্যে প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কার্যক্রমপরিচালনা করা হয়।
৮. প্রয়োজনে রোগীকে উপজেলা হাসপাতালে রেফার করা হয়।
৯. আগত রোগী ও তাদের আত্মীয়স্বজনগণ স্বাস্থ্যসেবা সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ ও উপদেশের জন্য সংশ্লিষ্ট
চিকিৎসকগণের সাথে সহজেই যোগাযোগ করতে পারেন।
১০. উপ-স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক নোটিশ বোর্ড সবার দৃষ্টি গোচর হয় এমন জায়গায় স্থাপিত আছে।
নোটিশ বোর্ডে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ আছে।
১১. সরবরাহ সাপেক্ষে ঔষধসমূহ সেবাকেন্দ্র হতে বিনামূল্যে প্রদান করা হয়। তবে চিকিৎসার প্রয়োজনে কোন
কোন ঔষধ কেন্দ্রের বাহির হতে সেবা গ্রহিতাকেক্রয় করতে হতে পারে।
১২. বোর্ডে মজুদ ঔষধের তালিকা, প্রদানকৃত সেবাসমূহের তালিকা, সেবা প্রদানকারী চিকিৎসকের তালিকা
টানানো আছে।
১) রিভাইটালাইজেশন অব কমিউনিটি হেলথ কেয়ার ইনিসিয়েটিভ ইন বাংলাদেশ প্রকল্প
২) ডি.এস.এফ প্রকল্প(মাতৃ স্বাস্থ্য ভাউচার স্কীম)
যোগাযোগ
মানিকগঞ্জ সদর হতে বানিয়াজুরী বাসষ্ট্যান্ড নেমে রিক্সা অথবা ট্যাম্পু যোগে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস