তরা রহমতের কটির
প্রতিষ্ঠাতার-গোলাম রসুল
স্থাপিত-১০/০৩/১৯৮৩
ইতিহাস:- অনেক সৌন্দর্য মন্ডিত ও এতিহ্যবাহী নাম হচ্ছে রহমতের কুটির। এটি গোলাম রসুল নামে একটি পীর প্রতিষ্ঠা করেন। যতদূর জানা যায় গোলাম রসুল ছিলেন হিন্দু সম্প্রদায়ের। তিনি ১৯৭১ সালের মু্ক্তিযুদ্ধের পর তার সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে দীক্ষিত হন। প্রতি বছর এ দরবারে হাজার হাজার ভক্তবৃন্দ ওরফ শরীফে যোগদান করে থাকেন।
যাতায়াত-মানিকগঞ্জ সদর হইতে তরা টোল পোষ্ট নেমে রিক্সা যোগে এ দরবার শরীফে আসতে হয়।
খালা পাগলীর মাঝার, জাবরা বাজার
সভাপতির নামঃ সন্টু মিয়া
ইতিহাসঃ জাবরা বাজারে একটি পাগলী ছিল। অনেকে তাকে আদর করে খালা নাম ধরে ডাকতো। এক পর্যায়ে সে ইন্তেকালের পর তাকে জাবরা বাজার সংলগ্ন দাফন করা হয়। পর্যায়ক্রমে সেখানে তার ভক্তবৃন্দরা সেখানে একটি মাঝার নির্মান করেন। আর সেটির নাম হলো খালা পাগলীর মাঝার।
প্রতি বছর ওরসের সময় হাজার হাজার ভক্তবৃন্দরা খালা পাগলীর মাঝারে সমবেত হয়। প্রায় 10 ব্যাপী এখানে মেলা হয়। বিভিন্ন ধরনের গান বাজনা হয়ে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস